কয়েক হাজার মানুষের নিয়মিত চলাচল হয় এই রাস্তা দিয়ে। যেখানে একটা অটোরিকশা আর একটা মোটরসাইকেল ঠিকভাবে যাতায়াত করতে পারে না।যার মূল কারণ এটা একটা ঢাকা শহরের গলি ,রাস্তা ভাংগা অনেক জায়গায় উঁচু নিচু। রাস্তা প্রস্থের দিক দিয়ে অনেক কম।যার ফলে সকল মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে প্রতিদিন। নিয়মিত এই রাস্তায় এক্সি*ডেন্ট হচ্ছে। আমার বাবা এক্সি*ডেন্ট হয়েছে,২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। পায়ে অনেকটা খত হয়েছে। বিগত বছরে নিতু পাড়া এই রাস্তায় এক বৃদ্ধ মহিলা এক্সি*ডেন্টে মারা যায়। প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়ছে অনেক মানুষ। তেমনি কালকে সাহাপাড়ার এক ছেলে এক্সি*ডেন্ট করে,মৃত্যুর মুখে পরে আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (নিউরোসার্জারি ওয়াডে)।আমি সাধারণ মানুষ হিসেবে, এলাকার বৃত্তবান, রাজনীতি বিদ,সাংবাদিক,চেয়ার ম্যান,উপ জেলা প্রশাসক, সকলের কাছে অনুরোধ থাকবে।যত তারাতারি সম্ভব এই রাস্তাটি সংস্করণ, এবং রাস্তার প্রস্থ বৃদ্ধি করা।যাতে করে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে
আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়, ভৌমিক চন্দ্র রায়