আজ ২৩/০৬/২০২৫ তারিখ দুপুর ২টার সময় কেশবপুর উপজেলার মাইকেল মোড়ে অবস্থিত প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিডিএফ) এর কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন মেয়াদী কোর্স পরিচালনা করে ছাত্র-ছাত্রীদের সাথে প্রতারণা করার অভিযোগে প্রতিষ্ঠান প্রধানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে।
এ প্রতিষ্ঠানের শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা বিষয়ক পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য বিভাগের অনাপত্তি পত্র রয়েছে। কিন্তু তারা বেআইনিভাবে ডেন্টাল, নার্সিং, আয়ুর্বেদিকসহ আরো অন্যান্য বিষয়ে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। উক্ত প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত প্রাথমিক চিকিৎসা বিষয়ক অনাপত্তিপত্রের উপর ভিত্তি করে অতি দ্রুত রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার এবং অনুমতি ব্যতীত অন্য কোন কোর্স পরিচালনা না করানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।