জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুর, ২৩ জুন সোমবার জামালপুর সদর উপজেলার ৫নং ইটাইল ইউনিয়নের বকুলতলা বাজারে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রিকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক সিয়াম কে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বকুলতলা বাজারের ইউনুসের দোকানে কোমল পানীয় কিনতে গেলে মেয়াদওীণ দেখে দোকানির সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইউনুস তীব্র রূপ নিলে দোকানে থাকা ধারালো ছুরি দিয়ে ক্ষিপ্ত হয়ে সিয়াম কে ছুরিকাঘাত করে।
ছুরির আঘাতে যুবক সিয়াম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বাজারের অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আহত সিয়াম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় তিনি ইটালি ইউনিয়নের বাসিন্দা৷
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পৌঁছে উত্তপ্ত জনতার হাত থেকে ইউনুসকে রক্ষা করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে আসে । এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় বকুলতলা বাজারে সাময়িক উত্তেজনা বিরাজ করছে।