নাচোল সংবাদদাতা ফাইসুল ইসলাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের প্যারিলা গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক জবাই করে হত্যা ও চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় সরাসরি জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। একইসাথে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত চার্জার ভ্যানটি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২৩/০৬/২০২৫ তারিখে প্যারিলা গ্রামে এক ভ্যানচালককে নির্মমভাবে জবাই করে হত্যা করে চার্জার ভ্যানটি ছিনতাই করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।
আরও বিস্তারিত তথ্য এবং আসামির পরিচয় জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।