1. hello@bijoytv.live : বিজয় টিভি : বিজয় টিভি
  2. info@www.bijoytv.live : বিজয় টিভি :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড় ধাক্কামারা টেংগনমারী এলাকায় আতঙ্ক জাহিরুল 

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়ন টেংগনমারী এলাকার আতঙ্ক সৃষ্টি কারি মৃত মনির হোসেন এর ছেলে জাহিরুল (৩০), জাহিরুল শিকার পুর গ্ৰামের মৃত মনির হোসেন এর লম্পট ছেলে।

জাহিরুল ও তার বোন মর্জিনা (৩২) ধাক্কামারা টেংগনমারী এলাকায় আশ্রয়ন প্রকল্পে ঘর নেয়ার পর নানান অসামাজিক কার্যকলাপ করে আসছে যা বর্তমান সমাজ মেনে নেয়ার মত নয়। সে একের পর এক নারী কেলেঙ্কারি কার্যকলাপ সহ দেশীয় অস্ত্র হাতে এলাকার মানুষ কে হুমকি ধুমকি দিয়ে আসছে।

জাহিরুল (৩০) ও তার স্ত্রী শিলা (২৮) দুজনেই মামলার পলাতক আসামী গত শুক্রবার রাত আনুমানিক ১ টার সময় জাহিরুল টেংগনমারী এলাকায় প্রবেশ করার সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকা বাসির সন্দেহ হলে তাকে ডাকে কিন্তু সে ডাক না শুনে উল্টো ইউপি সদস্যকে হুমকি প্রদান করে।

প্রায় এক বছর পূর্বে এই জাহিরুল ইউপি সদস্যর চাচার বাড়িতে রাতের আঁধারে বেড়ার বান কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং জানালার সিটকোনি খুলে বিছানায় শুয়ে থাকা ব্যক্তির গায়ে হাত দিলে ঘুমন্ত ব্যক্তি টের পেয়ে চিৎকার দিলে জাহিরুল বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ওই দিনের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, গত শুক্রবার রাত আনুমানিক ১ টার সময় টেংগনমারী এলাকায় জাহিরুল প্রবেশ করলে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয়দের নজরে পড়লে তাকে ডাকে কিন্তু জাহিরুল তাদের ডাক না শুনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পরে তাকে দৌড়ে ধরে জিজ্ঞাসা বাদ করলে জাহিরুল উল্টো তাদের কে হুমকি ধামকি দেয়। পরে ইউপি সদস্য সাইদুল ইসলাম ও এলাকাবাসী পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করলে নির্বাহী অফিসার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়।
পুলিশ এসে জাহিরুল কে ধরে নিয়ে যায়।

তিনদিন পর জাহিরুল জামিনে বেরিয়ে এসে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে বলে জানা যায় এলাকাবাসীর কাছ থেকে।
তবে এলাকাবাসীর দাবি এই লম্পট জাহিরুল এই এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছে তাকে এখানে আর থাকতে দেয়া হবে না। কারণ যে কোন সময় সে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,  বিজয় টিভি .লাইভ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট