1. hello@bijoytv.live : বিজয় টিভি : বিজয় টিভি
  2. info@www.bijoytv.live : বিজয় টিভি :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

পটিয়া নব জাগরণ যুব সংঘের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

গত  শুক্রবার বিকালে  ঘটিকা পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড   দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আনসার ভিডিপি অফিসের সামনে নব জাগরণ যুব সংঘের উদ্যােগে  বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত  মোঃ আনোয়ার হোসেন’র সঞ্চালনায়  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মো. মাহমুদুল হক (সুমন), উদ্বোধক হ ছিলেন  জরীপ আলী, অনুষ্ঠানে প্রধান অথিতি  ছিলেন পটিয়া ষ্টেশন রোড় ব্যাবসায়ী  সমিতির সভাপতি    মোহাম্মদ  নুরুল আলম সওদাগর

এতে বিশেষ অতিথি  ছিলেন মো. ইদ্রিস মিয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন অর্থ সম্পাদক  মোঃ আলী হোসেন। এসময়  উপস্থিত ছিলেন  সংগঠনের,সহ সভাপতি আলমগীর আলম,  সাধারণ সম্পাদক আলী হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান জাবেদ,  দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক, মো. রুবেল,মোহাম্মদ তৌহিদুল ইসলাম মুন্না, মোঃ ইমরান হোসেন রানা, মোঃ মান্নান, মোহাম্মদ সুমন, মোঃইমরান,মোঃ আশিকসহ অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক আবহাওয়া ও পুকুর, খাল, কৃষি  কৃষি জমি, পাহাড় কাটার কারণে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে ফলে বিভিন্ন  রোগ ছড়াচ্ছে। যার ফলে 

বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত কার্যকলাপ, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মানব জীবনের উন্নতির জন্য অপরিহার্য।গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। এছাড়াও, বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।

গাছ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। 

 বক্তারা আরো বলেন, ২০২১ সাল হতে পটিয়া নবজাগরণ সংঘ বিভিন্ন  সামাজিক কাজের সাথে সম্পৃক্ত।   সংগঠনটি  ২০২২ এবং ২০২৩ সালে অত্র এলাকায় দাতব্য ক্যাম্প স্থাপন,  এলাকার গরিব দূঃখী মানুষকে চিকিৎসা সেবা

প্রদান করছে  ভবিষ্যতে তারা বিগত দিনে প্রায় ১০জন গরিব মেয়ের বিবাহের জন্য  আর্থিক সহযোগিতা, প্রায় ১৫/২০জন নিতান্ত গরিব লোককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সহ গরিব মেধাবী শিক্ষার্থীূদের শিক্ষা  সামগ্রী প্রদান করেন।

যাহা অব্যাহত রাখতে  এলাকারবাসীর সহযোগিতা কামনা করেন। সভার  শেষে উপস্থিত সবাইকে ফলাদি,অষুধি,বনাজি সহ বিভিন্ন প্রকার  চারাগাছ তুলে দেন অতিথি বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,  বিজয় টিভি .লাইভ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট