1. hello@bijoytv.live : বিজয় টিভি : বিজয় টিভি
  2. info@www.bijoytv.live : বিজয় টিভি :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একনিষ্ঠ সৈনিক মাসউদা আফরোজ শুচি।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

শুচি গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মুল্যায়ন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ মহিলা দল সহ ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল গোমস্তাপুর ভোলাহাটের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেকে।দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। ছাত্রজীবন থেকে যে শিক্ষা ও দীক্ষা তাঁর জীবনকে আলোকিত করে তোলে, তার শিখা চিরন্তন করে রাখছেন শুচি।

ছাত্রজীবন থেকেই মাসউদা আফরোজ শুচির মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। বাবার হাত ধরে রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অণুপ্রেরনায় ছাত্রজীবন থেকেই চাঁপাইনবাবগঞ্জের জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তাঁর। আর সে জন্যই ভাগ্যকে সে জয় করতে গিয়ে নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাননি দলীয় স্বার্থে নিজের পৈত্রিক সম্পত্তি ও নষ্ট করেন। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসকগোষ্ঠীর অত্যাচার—সব কিছু সহ্য করেছেন১৭ বৎসর; কিন্তু শুচি কোন নেতা-কর্মীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস সরকারকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তুলা মাসুদা আফরোজ শুচি ছিল কর্মীদের প্রাণশক্তি।তাঁর ব্যাক্তিগত আয়-রোজগার হতে দলের বিগত দিনগুলোতে সামর্থ্যে সবটুকু দিয়ে নিপীড়িত নেতা-কর্মীদের খোঁজ-খবর রেখে এবং সহযোগীতার হাত বাড়িয়ে কর্মীদের মাঝে দেবদুতে পরিণত হন।পাশাপাশি দলের অগ্রজ নেতাদের প্রতি অগাধ আস্তা আর শ্রদ্ধাবোধ ছিল অকৃপন।

তাঁকে স্পর্শ করেনি দলীয় গ্রুপিং।বর্তমানে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপির নেতৃত্বের কর্নধার দেশ নায়ক তারেক রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জবীত হয়ে দলকে সাংঘঠিনভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারন মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন শুচি।তাঁর লক্ষ্য ছিল মানুষের আপন হওয়া এবং তার রাজনীতি যাতে দল এবং সমাজের কল্যাণে আসে। একজন প্রকৃত নেতা হওয়ার সব গুণই নাচোল গোমস্তাপুর ভোলাহাটের জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তাঁর মধ্যে খুঁজে পান।সেকারণেই জাতীয়তাবাদী দলের তৃনমুলের নেতাকর্মীরা উপজেলা,জেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানানো হচ্ছে বলে একটি বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে।

রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংঘঠন শকক্তিশালী করতে বিগত দিনে পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দলের গুরুত্বপুর্ন বা দায়িত্বশীল জায়গায় রাখার যে দিকনির্দেশনা রয়েছে তা নাচোল গোমস্তাপুর ভোলাহাটে বাস্তবায়িত করলে ত্যাগীরা স্বস্তিপাবে এমনটায় ধারনা বা বিশ্বাস নাচোল গোমস্তাপুর ভোলাহাটের নেতাকর্মী ও ভক্তদের।

শুচির ঈর্ষানীয় নেতৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনার শক্তি কোথায়?’ শুচি সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার দলের সবপর্যায়ের নেতাকর্মীদেরকে আমার পরিবারের সদস্য মনে করি,আমার এলাকার জনগণকে ভালোবাসি।’ ‘আর আপনার দুর্বল দিকটা কী?’ শুচি উত্তরে বলেন ,শহীদ জিয়ার আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা আর দেশ নায়ক তারেক রহমানে দুড়দৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি পরিশেষে নাচোল গমস্তপুর ভোলাহাট সহ দেশবাসীর কাছে দোয়া চান জাতীয়তাবাদের এই নেত্রী।।

জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের অন্তর্নিহিত শক্তির ওপর অপার আস্থা-বিশ্বাস, অসাম্প্রদায়িক,নেতাকর্মীদের প্রতি নিঃশর্ত ভালোবাসা, মমত্ববোধ, দলের দুর্দিনে অসীম ত্যাগ স্বীকার এবং সহমর্মিতার বিরল দৃষ্টান্তসমৃদ্ধ মানুষ চাঁপাইনবাবগঞ্জ ২ নাচোলের কৃতি সন্তান মাসউদা আফরোজ শুচি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,  বিজয় টিভি .লাইভ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট