আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬৫ পিস এ্যাম্পুলসহ মাদক কারবারি দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার মৃত সখের আলীর মেয়ে রেনু আক্তার রেনুকা (৩৮) ও নওগাঁ সদর উপজেলার হরিরামপুর পশ্চিম পাড়ার হামিদুর রহমানের ছেলে মানিক হোসেন (২৩)। গতকাল সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসী জনৈক ইমরানের বাড়ির ভিতরে এ্যাম্পুল ইনজেকশন বিক্রির জন্য দুই মাদক কারবারি অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় মাদক কারবানি রেনু আক্তার রেনুকাকে এবং আরেক কারবারি মানিক হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু , কার্যালয়: পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর, ঢাকা।
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০, (নিউজ বিজ্ঞাপন) ইসরাত জাহান ০১৭১৩৭২২৮২৪