আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) আহসান হাবিবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সান্তাহারে কর্মরত ইন্সপেক্টর হাবিবুর রহমান কে রাজশাহী আরবিআর প্রসিকিউশন শাখায় বদলী করা হয়। শনিবার দুপুরে সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির আয়োজনে ফল সমিতির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির সভাপতি ও সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনার আলোচনা সভা বক্তব্য রাখেন বিদায়ী ইন্সপেক্টর আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার শফিকুল ইসলাম, সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বপন, ক্যাশিয়ার জিল্লুর রহমান, উপদেষ্টা শহিদুল ইসলাম হিটলু, আজাদ হোসেন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ফল সমিতির নেতা সাদ্দাম হোসেন বাবু, মশিউর রহমান রাঙ্গা, সোবহান হোসেন, আনিসুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বিদায়ী ইন্সপেক্টর আহসান হাবিব হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।