আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাব কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় সান্তাহার প্রেস ক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সহ-সভাপতি এ এফ এম মমতাজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সান্তাহার পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, পৌর ছাত্রদলের নেতা ইয়াশ হোসেন আকাশ সহ অসংখ্য নেতা-কর্মীরা।
এ বিষয়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদ আহমেদ বলেন, তার নির্বাচনী প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের মাঝে নিজেকে এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে জানান দেওয়া জন্য এই মত বিনিময় করে। তিনি আরও বলেন ১৭ বছরের জুলুম ও নির্যাতন সহ্য করে নেতা-কর্মীরা আজও উজ্জীবিত। তাইতো আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।