1. hello@bijoytv.live : বিজয় টিভি : বিজয় টিভি
  2. info@www.bijoytv.live : বিজয় টিভি :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদণ্ড 

মো: শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ জুন) সকালে রহনপুর পৌরএলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদণ্ড প্রদান করেন। এসময় ওই এলাকার অন্য ফার্মেসীগুলোতে সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষুধ তত্তাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরনবীর ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় সাবস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ফার্মেসীগুলোতে সতর্ক নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,  বিজয় টিভি .লাইভ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট