আদমদীঘি,(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার হাট-বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। গতকাল বৃহস্পতিবার দুপুরে যৌথ বাহিনী আদমদীঘি বাজারের বিভিন্ন দোকান-পাটে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। দন্ডপ্রাপ্ত মজনু সরদার আদমদীঘি উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে।
এ সময় দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা এলাকার ক্যাম্প কমান্ডার সেনা বাহিনীর ক্যাপ্টেন মাসনূর রহমান, উপজেলা স্যানিটারী ইনসপেক্টর কামাল হোসেনসহ যৌথ বাহিনীর সদস্যা অংশ গ্রহন করেন।সারাদেশে ন্যায় হাট ও বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বিভিন্ন সামগ্রীর মূল্য তালিকা টাঙ্গানোসহ বাজার নিয়ন্ত্রণ রাখতে গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনুজম অনন্যার নেতৃত্বে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে দৈনিক বাজারে যৌথ বাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযান কালে খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মাছ, মুরগি বাজার, সবজি বাজার, দধি, মিষ্টি দোকান-সহ খাবার হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও ক্রেতাদের নিকট থেকে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয়া ও দোকানে দ্রব্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে বেচা-কেনা করার পরামর্শ ও সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতেদর নির্বাহি ম্যাজিষ্ট্রেট।