1. hello@bijoytv.live : বিজয় টিভি : বিজয় টিভি
  2. info@www.bijoytv.live : বিজয় টিভি :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

আদর্শিক নেতৃত্বের প্রতীক রিয়াজুল হাসান বাপ্পির জন্মদিনে ভালোবাসা আর কৃতজ্ঞতার ছোঁয়া।

নিজস্ব প্রতিবেদক:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পির আজ জন্মদিন। তবে এটি কেবল একটি জন্মদিন নয়—এটি যেন এক অনুপ্রেরণার দিন, একজন আদর্শিক রাজনীতিকের প্রতি ছাত্রসমাজের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।

সকাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে টাইমলাইন। ছাত্রদলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, প্রিয়জন ও সাধারণ শুভানুধ্যায়ী তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন হৃদয়স্পর্শী বার্তা। কেউ বলছেন, “তারুণ্যের দীপ্ত কণ্ঠ,” কেউ বলছেন, “জিয়ার আদর্শে গড়া সত্যিকারের সংগঠক।”

জন্মদিনকে ঘিরে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হয় দোয়া মাহফিল, অসহায়দের মাঝে খাবার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান। সব আয়োজনেই একটি নাম— রিয়াজুল হাসান বাপ্পি— ছিল সবার মুখে মুখে।

এক হৃদয়গ্রাহী সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি বলেন,
“আমি রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। তিনি ছিলেন আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল ও গণতন্ত্রপ্রেমী এক দূরদর্শী নেতা। তার আদর্শই আমার পথচলার আলোকবর্তিকা।”

তিনি আরও বলেন,
“আজ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন—তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই ভালোবাসা দায়িত্বের, আত্মত্যাগের ও দৃঢ়তার প্রতীক। গণতন্ত্র, মানুষের অধিকার এবং ন্যায়ের সংগ্রামে আমৃত্যু নিজেকে উৎসর্গ করতে চাই।”

ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, বাপ্পি শুধু একজন নেতা নন, তিনি আদর্শিক ছাত্র রাজনীতির উজ্জ্বল মুখ, যিনি রাজনীতিকে ব্যবহার করেন সেবার হাতিয়ার হিসেবে।

বিএনপির একাধিক সিনিয়র নেতাও তার সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলাবোধ ও জিয়াউর রহমানের আদর্শে অবিচল থাকার মানসিকতার প্রশংসা করেছেন।

আজকের এই দিনটি শুধু জন্মদিন নয়—এটি ছাত্ররাজনীতিতে একটি আদর্শিক চেতনার উৎসব, নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ, আর আগামী দিনের সংগ্রামী নেতৃত্বের প্রতি ভালোবাসার অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,  বিজয় টিভি .লাইভ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট